ইরাক যুদ্ধের বিরোধী সাবেক ফরাসি প্রেসিডেন্ট মারা গেছেন

ইউরোপ, আন্তর্জাতিক

Fayazul Islam | 2023-08-27 06:35:32

ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে তিনি মারা যান। তার জামাতা ফ্রান্সভিত্তিক সংবাদ সংস্থা এএফপি'কে এ খবর নিশ্চিত করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি দুই টার্মে ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আমলে প্রেসিডেন্টের মেয়াদকাল সাত বছর থেকে কমিয়ে পাঁচ বছরে আনা হয়। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন ইরাক যুদ্ধের বিরোধিতা করেছিলেন তিনি।

১৯৯৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত তিনি প্রেসিডেন্টের দায়িত্ব ছিলেন। ফ্রান্সের সংবাদমাধ্যমের তথ্য মতে, তিনি ২০০৫ সালে হৃদরোগে আক্রান্ত হন। ২০১৪ সালে বাকশক্তি ও স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন তিনি।

জ্যাক শিরাক ১৯৩২ সালের ২৯ নভেম্বর জন্মগ্রহণ করেন। পড়াশোনা শেষ করে উচ্চপদস্থ সরকারি কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপরই তিনি রাজনীতিতে যোগ দেন এবং পরবর্তী সময়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন হন।

তিনি ফ্রান্সের কৃষিমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্যারিসের মেয়র ও সবশেষ ফরাসি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এ সম্পর্কিত আরও খবর