আফ্রিকার চাদে খনি ধসে নিহত ৩০

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 04:12:23

আফ্রিকা মহাদেশের উত্তর-মধ্যাঞ্চলীয় দেশ চাদে এক সোনার খনিতে ভূমিধসে ৩০ শ্রমিক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দেশটির মন্ত্রণালয়ের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) লিবিয়ার সীমান্তবর্তী তাইবেস্তি অঞ্চলে এ খনি ধসের ঘটনা ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানানো হয়, খনিটি ধসে পড়ায় এখানে কাজ করা শ্রমিকেরা খনিটির ভিতরেই চাপা পড়েছেন। অবৈধভাবে তারা এ খনিতে কাজ করছিল।

তাইবেস্তি অঞ্চলে বসবাসরত সুদানের শরণার্থীরা এসব খনি থেকে  অবৈধভাবে সোনা উত্তোলনের জন্য জীবনের ঝুঁকি নিচ্ছেন বলে জানায় দেশটির কর্তৃপক্ষ। এসব খনি থেকে প্রাপ্ত সোনা বিক্রি করে অবৈধ পথে ইউরোপ পাড়ি জমাচ্ছেন তারা।

ঝুঁকিপূর্ণ পদ্ধতি এবং তদারকির অভাবে আফ্রিকায়  খনিতে এ ধরনের দুর্ঘটনা বেড়ে চলেছে। এখানকার দরিদ্র মানুষ এসব খনি থেকে প্রাপ্ত সম্পদ তাদের বলে দাবি করেন। আন্তর্জাতিক প্রক্রিয়াজাতকরণ সংস্থাগুলোর আধিপত্য তারা মানতে নারাজ। ফলে জীবনের ঝুঁকি নিয়ে তারা এসব খনিতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর