চুরি হয়ে যাওয়া ২১ হাজার বছর পুরনো প্রাচীন মিসরীয় সোনার কফিনটি ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। কফিনটি এতদিন নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন জাদুঘরে সংরক্ষিত ছিলো। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব জানা যায়।
দেশটির উচ্চ পর্যায়ের কর্মকর্তারা জানান, দুই বছর আগে মেট্রোপলিটন জাদুঘরের জন্য কফিনটি এক পাচার চক্রের কাছ থেকে কেনা হয়। পরে দেখা যায় পাচারকারীরা ভুয়া নথি দিয়ে কফিনটি বিক্রি করে। ২০১১ সালেই সোনার কফিনটি মিসর থেকে চুরি করে পাচার করা হয়।
পারসিয়ান এক শিল্পকর্ম বিক্রেতার কাছ থেকে নিউ ইয়র্কের বিখ্যাত জাদুঘরটি ৪ মিলিয়ন ডলারে কিনেছিল। এটি প্রথমে জার্মানিতে নেওয়া হয়। সেখানে তা রক্ষণাবেক্ষণের পর ফ্রান্সে নিয়ে আসা হয়।
এর আগে কফিনটি চুরি হওয়ার আগ পর্যন্ত প্রায় ২ হাজার বছর মিনিয়া অঞ্চলের মাটির নিচে পুঁতে রাখা ছিল।