তেলবাহী ব্রিটিশ ট্যাংকার ছেড়ে দিল ইরান

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 09:50:10

সম্প্রতি আটক হওয়া ব্রিটিশ পতাকাবাহী স্টেনা ইম্পেরো তেলবাহী ট্যাংকারটি ছেড়ে দিয়েছে ইরান।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইরানের বন্দর আব্বাস থেকে ট্যাংকটি ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন শিপিং সংস্থা স্টেনা বাল্ক।

স্টেনা বাল্কের প্রধান নির্বাহী এরিক হ্যানেল এক বিবৃতিতে জানিয়েছেন, নাবিকদের পরিবারকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং সংস্থাটি তার মূল্যবান সমুদ্রযাত্রীদের নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে।

গত ১৯ জুলাই জিব্রাল্টার উপকূলে একটি ইরানি ট্যাংকার আটক করার দুই সপ্তাহ পর হরমুজ প্রণালী থেকে জাহাজটি আটক করে ইরান।

সামুদ্রিক আইন লঙ্ঘনের দায়ে ইরানি বিপ্লবী গার্ড হরমুজ প্রণালী থেকে তেলবাহী জাহাজটি আটক করে।

সবশেষ তথ্য অনুসারে, স্টেনা ইম্পেরো এখন দুবাইয়ের পোর্ট রশিদ বন্দরের দিকে যাচ্ছে।

আরও পড়ুন, ব্রিটিশ তেলের ট্যাংকার আটক করেছে ইরান

ব্রিটিশ ট্যাংকার আটকের দাবি প্রত্যাখ্যান ইরানের

সশস্ত্র ইরানী নৌকার ব্রিটিশ তেলের ট্যাংকার আটক করার চেষ্টা

এ সম্পর্কিত আরও খবর