কড়া নিরাপত্তায় আফগানিস্তানে ভোট গ্রহণ

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-09-01 01:46:18

আফগানিস্তানে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটির তালেবান জঙ্গিগোষ্ঠীর হুমকি থাকা সত্ত্বেও অবিচ্ছিন্ন নিরাপত্তার মধ্যে দিয়ে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ভোটকেন্দ্রগুলোতে ৭০ হাজার নিরাপত্তা কর্মী নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনার প্রস্তাব, ট্রাম্পের 'না'

দেশটির নির্বাচন কমিশন কর্তৃপক্ষের বরাতে জানানো হয়, ইতোমধ্যে তালেবান জঙ্গিগোষ্ঠী থেকে ভোটকেন্দ্রে হামলার হুমকি দেওয়া হয়েছে। ভোট দিতে আসা সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই বিশেষ সিকিউরিটি ফোর্সের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনআফগানিস্তান শান্তি চুক্তির যোগ্যতা রাখে না: ট্রাম্প

গত ৭ সেপ্টেম্বর আফগানিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি চুক্তি বাতিল হওয়ায় দেশটির নির্বাচন পিছিয়ে যায়। এই নির্বাচনে প্রধান দুই প্রার্থী হলেন আশরাফ গনি ও দেশটির প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ। তারা ২০১৪ সাল থেকেই একজোট হয়ে ক্ষমতা ভাগাভাগি করে আসছিলেন।

এদিকে দেশটির উত্তারাঞ্চলের একটি ভোটকেন্দ্রে তালেবান জঙ্গি গোষ্ঠীর বোমা হামলায় ১ জন নিহত ও ২৭ জন আহত হয়।

আরও পড়ুন: কাবুলে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১০ 

ট্রাম্প-তালেবান শান্তি আলোচনা বাতিল

এ সম্পর্কিত আরও খবর