চীনে সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-20 13:17:45

চীনে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৬ জন।

রোববার (২৯ সেপ্টেম্বর) দেশটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার দেশটির জিয়ানসু প্রদেশের একটি সড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলো। মূলত বাসটির বাম পাশের টায়ার পাংচারের ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় ৩৬ জন মারা গেছেন। এবং ৩৬ জন আহত হয়ছেন। আহতদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর। বাকি ২৬ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

সড়ক দুর্ঘটনার ফলে প্রায় ৮ ঘণ্টার মতো বন্ধ ছিলো চাংচুন-শেনজেন এক্সপ্রেসওয়েটি।

চীনের প্রায় ৯০ ভাগ সড়ক দুর্ঘটনাই ট্রাফিক আইন না মানার কারণেই হয়ে থাকে। সরকারি হিসাবমতে ২০১৫ সাল থেকে এই পর্যন্ত প্রায় ৫৮ হাজার মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

এ সম্পর্কিত আরও খবর