সৌদি বাদশা সালমানের ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 14:51:15

সৌদি বাদশা সালমানের ব্যক্তিগত দেহরক্ষী গুলিতে নিহত হয়েছেন। রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

টেলিভিশন বার্তায় বলা হয় বাদশাহ সালমানের বিশিষ্ট দেহরক্ষী মেজর জেনারেল আবদুল আজিজ আল ফাগামকে ব্যক্তিগত বিরোধের জেরে জেদ্দায় গুলি করে হত্যা করা হয়েছে।

টুইটারে রাষ্ট্রীয় টিভি এক বিবৃতিতে আল ফাগামকে "দুটি পবিত্র মসজিদের রক্ষক এর দেহরক্ষী" হিসাবে চিহ্নিত করেছেন।

সৌদি নাগরিকরা টুইটারে ছবি শেয়ার করে আল ফাগামের প্রতি সমবেদনা জানায়।

সৌদি গণমাধ্যম জানিয়েছে, আল ফাগাম সৌদিদের মধ্যে জনপ্রিয় ছিল কারণ তিনি সর্বদা প্রয়াত বাদশাহ আবদুল্লাহ এবং তার উত্তরসূরী বাদশাহ সালমানের সঙ্গে সঙ্গে থাকতেন।

২০১৩ সালের মাঝামাঝি সময়ে, বাদশাহ সালমান আবদুল আজিজ আল ফাগামকে পদোন্নতি দেওয়ার জন্য একটি রাজকীয় আদেশ জারি করেছিলেন। এর ফলে তিনি ব্রিগেডিয়ার জেনারেলের পদমর্যাদা পান, যা ব্যতিক্রমী পদোন্নতি হিসাবে বিবেচিত হয়েছিল।

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত একটি ছবিতে বলা হয়েছে, 'আপনি আমাদের প্রিয়জনকে রক্ষা করেছিলেন, তাই আমরা আপনাকে ভালোবাসতাম।'

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সকালে টুইট করে বলেন, 'আবদুল আজিজ আল ফাগাম একজন নায়ক হিসাবে জীবনযাপন করেছিলেন এবং দেশপ্রেমী ছিলেন, তাঁর দেশকে এবং রাজাকে ভালোবাসতেন। ধর্মপ্রাণ ছিলেন। তার প্রয়াণে সমগ্র সৌদি আরবের মত আমরাও শোকাহত ।

এ সম্পর্কিত আরও খবর