সৌদি হারামাইন রেল স্টেশনে অগ্নিকাণ্ড

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 09:32:04

সৌদি আরবের হারামাইন হাই-স্পিড রেলস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো আহত কিংবা নিহতের খবর পাওয়া যায়নি।

রোববার (২৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, সৌদি আরবের স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটে এ  অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

দেশটির প্রতিরক্ষা বাহিনীর দফতর থেকে দেওয়া এক বরাতে জানানো হয়, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও কেউ নিহত কিংবা আহত হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। 

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। একইসঙ্গে স্থানীয় টিভি চ্যানেলের ভিডিও ফুটেজে রেলস্টেশন থেকে বৃহৎ কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।  

প্রায় ৬.৭ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিত ৪৫ কিলোমিটার দীর্ঘ এ রেল স্টেশনটি মক্কা-মদিনা থেকে জেদ্দা রুটে চলাচলের জন্য নির্মাণ করা হয়েছিল। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে এ রেল স্টেশনটির উদ্বোধন করা হয়।

এদিকে এখনও পর্যন্ত কিভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায় নি। তবে ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের বৃহৎ দুইটি তেল স্থাপনায় হামলা করা হয়। তেল স্থাপনায় হামলার দায় স্বীকার করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এতে এ অগ্নিকাণ্ডের ঘটনায় হুথিদের দিকে সন্দেহের তীর উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন, সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা

এ সম্পর্কিত আরও খবর