প্যারাসুট খুলতে না পারায় প্যারাগ্লাইডিং দুর্ঘটনায় এক কানাডিয়ান পর্যটকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) পূর্ব আফ্রিকার জনপ্রিয় পর্যটন কেন্দ্র তানজানিয়ায় মাউন্ট কিলিমাঞ্জারোতে এই দুর্ঘটনা ঘটে। উদ্যানটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই পর্যটক গত ২০ সেপ্টেম্বর পাহাড়ে উঠেন এবং আজ তিনি প্যারাগ্লাইডিং করে নামার চেষ্টা করেছিলেন। কিন্তু প্যারাসুট না খুলতে পারায় দুর্ঘটনাটির স্বীকার হন।
আফ্রিকার সর্বোচ্চ চূড়া মাউন্ট কিলিমাঞ্জারো। যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬০০০ মিটার (২০,০০০ ফুট) উপরে। পাহাড়টিতে প্রতি বছর ৫০ হাজারেরও বেশি পর্যটক আরোহণ করেন। যা থেকে দেশটি প্রতি বছর প্রায় ২.৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।