মিয়ানমারে বিদ্রোহ দমনে প্রতিরক্ষা কাউন্সিলের ক্ষমতা চায় সেনাবাহিনী

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 06:57:51

মিয়ানমারে রাখাইন রাজ্যে সামরিক বাহিনী এবং আরাকান সেনাবাহিনীর মধ্যে প্রায় এক বছর ধরে যুদ্ধ চলে আসছে। মিয়ানমার সেনাবাহিনী মনে করছে এ ইস্যুটি জাতীয় প্রতিরক্ষা ও সুরক্ষা কাউন্সিলের দ্বারা পরিচালিত হওয়া উচিত। কিন্তু দেশটিতে বেশ কিছুদিন ধরে কাউন্সিলের বৈঠক হচ্ছে না। তাই সেনাবাহিনীর পক্ষ থেকে মিয়ানমার সরকারকে চাপ দেওয়া হচ্ছে বৈঠকের আহ্বান করতে।

এ সম্পর্কে মিয়ানমার সেনাবাহিনীর ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল তুন তুন নি রোববার (২৯ সেপ্টেম্বর) বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বিষয়গুলো সমাধানের জন্য জাতীয় প্রতিরক্ষা ও সুরক্ষা কাউন্সিলের বৈঠক করা উচিত।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির কাউন্সিলটি আহ্বান করা উচিত, যার মধ্যে ঊর্ধ্বতন সামরিক আধিকারিকরা রয়েছে, যাতে দেশের মধ্যে সাম্প্রতিক ও বছর ধরে অনেক সমস্যার সমাধান করতে পারেন। প্রোটোকল অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করা গুরুত্বপূর্ণ।’

এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল বলেন, ‘বর্তমান সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের রাজনীতিতে অংশ নেবেন কিনা তা তার অবসরের পর নির্ধারণ হবে। আমাদের সেনাপ্রধান বর্তমানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে জাতির সেবা করছেন।’

তিনি আরও বলেন, ‘সেনাপ্রধান দেশে বিভিন্ন ধর্মের বিশ্বাসের মানুষের কাছে পৌঁছানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে।’

তুন তুন নি বলেন, ‘২১ সেপ্টেম্বর সেনাবাহিনী ও বিদ্রোহী জোটের ঘোষিত যুদ্ধবিরতি শেষ হওয়ার পর আর বাড়ানো হবে না। অক্টোবরে আলোচনার জন্য সেনাবাহিনী জাতিগত সশস্ত্র দল উত্তর জোটের সঙ্গে বৈঠক করবে। আমরা শান্তি প্রক্রিয়া নিয়ে কাজ চালিয়ে যাব।’

এ সম্পর্কিত আরও খবর