শেখ হাসিনাকে কাছে পেয়ে উষ্ণ আলিঙ্গন প্রিয়াঙ্কার

ভারত, আন্তর্জাতিক

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-28 18:01:26

বিশ্বের তরুণ রাজনীতিবিদদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতটা অনুপ্রেরণার উৎস সেটির প্রমাণ আবারো পাওয়া গেল।

রোববার (৬ অক্টোবর) দুপুরে দিল্লির তাজ হোটেলে ভারত সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেসের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতীয় কংগ্রেস নেতা প্রিয়াঙ্কা গান্ধী।

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে ধরেন ভারতের গান্ধী পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিবিদ প্রিয়াঙ্কা।

সেই আলিঙ্গনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেন তিনি। টুইটার পোস্টে প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, শেখ হাসিনা জি'র সঙ্গে দেখা করার জন্য অনেকদিন থেকেই অপেক্ষায় ছিলাম। তাই তাকে কাছে পেয়েই উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হলাম।


ব্যক্তিগত গভীর ক্ষতি ও কষ্ট কাটিয়ে উঠে সাহস ও অধ্যবসায় নিয়ে তিনি যা বিশ্বাস করেন সেটার পক্ষে লড়াই করার জন্য তাঁর যে শক্তি; সবসময় আমার জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

সাক্ষাতের সময় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং, কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন।

 

এ সম্পর্কিত আরও খবর