চীনের ২৮ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করলো যুক্তরাষ্ট্র

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-27 08:23:03

চীনের জিংজিয়াং প্রদেশের সংখ্যালঘু উইঘুরদের নির্যাতনের অভিযোগে চীনের ২৮ প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সোমবার (৭ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, মার্কিন বাণিজ্য বিভাগ থেকে একটি তালিকা প্রকাশ করে এই প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করা হয়। এখন প্রতিষ্ঠানগুলোকে নামেমাত্র তালিকায় রাখা হয়েছে। পরবর্তীতে ওয়াশিংটনের অনুমোদন ব্যতীত যুক্তরাষ্ট্রের কোনো কোম্পানি কালো তালিকাভুক্ত এসব প্রতিষ্ঠান থেকে লেনদেন করতে পারবে না।

এ নিয়ে মার্কিন বাণিজ্য বিভাগ থেকে জানানো হয়, উইঘুর, কাজাখের সংখ্যালঘু গোষ্ঠীকে নিপীড়ন, দমন, আটক এবং তাদের বিরুদ্ধে উচ্চ প্রযুক্তির নজরদারি করার জন্য ২৮ প্রতিষ্ঠানকে অভিযুক্ত করা হয়েছে।

এই তালিকায় জায়ান্ট প্রযুক্তি গ্রুপ হিকভিশন, দাহুয়া টেকনোলজি এবং মেগভিই টেকনোলজি ছাড়াও মুসলিম সংখ্যালঘু সদস্যদের কয়েকটি প্রতিষ্ঠান।

এর মধ্যে হিকভিশন, দাহুয়া টেকনোলজি বিশ্বের বৃহত্তম নজরদারি সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলোর মধ্যে অন্যতম। তবে এখনও পর্যন্ত চীনা সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রতিক্রিয়া জানায় নি।

এদিকে চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের জন্য এবারই প্রথম নয়। এর আগেও চারটি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরেই উইঘুর মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে আসছে চীন। যদিও চীন এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এ সম্পর্কিত আরও খবর