পদার্থবিদ্যায় বিশেষ অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন তিন বিজ্ঞানী।
তারা হলেন-যুক্তরাষ্ট্রের পদার্থবিজ্ঞানী জিম পিবলেস এবং সুইজারল্যান্ডের পদার্থবিজ্ঞানী মাইকেল মেয়র ও দিদেয়ের কিউলজ।
মঙ্গলবার (৮ অক্টোবর) সুইডেনের স্থানীয় সময় সকালে ‘দ্য রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স’ কর্তৃপক্ষ এই তিনজনের নাম ঘোষণা করেন।
নোবেল কমিটি তাদের ভেরিফায়েড টুইটার পেজ ‘দ্যা নোবেল প্রাইজ’ এক পোস্টে এই তিন বিজ্ঞানীর নোবেল প্রাপ্তির তথ্য নিশ্চিত করেন।
এতে বলা হয়, ফিজিক্যাল কসমোলজি নিয়ে তাত্ত্বিক আবিষ্কারের জন্য জিম পিবলেস অর্ধেক পুরষ্কার ও ‘এক্সোপ্লানেট অরবিটিং অ্য সোলার-টাইপ স্টার’ আবিষ্কারের জন্য মাইকেল মেয়র ও দিদেয়ের কিউলজ যৌথভাবে বাকি অর্ধেক পুরষ্কার পেয়েছেন।
এ নিয়ে নোবেল কর্তৃপক্ষ বলেছে, মহাবিশ্বের গঠন ও ইতিহাস নিয়ে নতুন করে বোঝার সুযোগ সৃষ্টি করার জন্য এবারের তিন বিজয়ী বিশেষ অবদান রেখেছেন। সৌরজগৎ নিয়ে তাদের তত্ত্ব এতদিনের বিদ্যমান ধারণাকে আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছে।
এর আগে সোমবার (৭ অক্টোবর) চিকিৎসাশাস্ত্রে বিশেষ অবদানের জন্য যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন যুক্তরাষ্ট্রের উইলিয়াম কেইলিন, পিটার র্যাটক্লিফ এবং যুক্তরাজ্যের গ্রেগ সেমেনজা।
অক্সিজেনের প্রাপ্যতা উপর নির্ভর করে মানবদেহের কোষগুলো কিভাবে খাপ খাইয়ে নেয় সেটি নিয়ে কাজের স্বীকৃতি স্বরূপ তাদের ২০১৯ সালের নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে।