মা হলেন ৭৫ বছর বয়সী বৃদ্ধা

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 10:59:03

রাজস্থানের কোটায় এক বৃদ্ধা নারী ৭৫ বছর বয়সে এক কন্যা সন্তানে জন্ম দিয়েছেন। শনিবার (১২ অক্টোবর) গভীর রাতে রাজস্থানের কিংকার হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মা ভালো আছেন। তবে জন্ম নেওয়া শিশুটি প্রি-ম্যাচিউর। বাচ্চাটির ওজনও খুব কম। মাত্র ৬০০ গ্রাম। ঝুঁকি বিবেচনা করে শিশুটিকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

তিনি জানান, শিশুটির মা এর আগে টেস্ট টিউব শিশুর জন্ম দিতে চেয়েছিলেন। পরে তিনি নিজের গর্ভেই সন্তান ধারণে সক্ষম হন।

হাসপাতালটির চিকিৎসক আরও বলেন, গর্ভাবস্থার শুরু থেকেই ওই নারী শারীরিকভাবে দুর্বল থাকায় সঠিক সময়ের অনেক আগেই বাচ্চা প্রসব করানো হয়। নারীর ফুসফুস একটি থাকায় ডাক্তারদের জন্য এটি ছিল বড় চ্যালেঞ্জ। তবে তার মনোবল আমাদেরকে অবাক করেছে।

উল্লেখ্য, গর্ভাবস্থার ৩৭ সপ্তাহ আগে জন্ম নেওয়া শিশুকে প্রিম্যাচিউর বাচ্চা হিসেবে বিবেচনা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর