মিশরে প্রাচীনকালের কাঠের কফিন উদ্ধার

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 06:01:04

প্রত্নতাত্ত্বিকরা মিশরের লাক্সার নামক শহর থেকে ২০টি প্রাচীনকালের কাঠের কফিন খুঁজে পেয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।

কফিনগুলোতে সুন্দর রঙিন কারুকার্য করা যা অনেক পুরোনো হওয়া সত্ত্বেও এর রং এখনও ম্লান হয়ে যায়নি। বর্তমানেও কফিনগুলোর নকশা এবং রং জ্বলজ্বল করছে।

কফিনগুলো নীল নদের পশ্চিম তীরে আসাসিফের থেবান নেক্রপলিসে খোলা হয়েছিলো। এতে বর্তমানের কফিনগুলোর মতো দুটি আলাদা আলাদা অংশ রয়েছে বলেও জানা যায়।

প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমানের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পুরাকীর্তি এটি।

জানা যায়, আসাসিফের রাজাদের ৬৬৪ থেকে ৩৩২ খ্রিস্টপূর্ব এর মধ্যে সমাধিস্থ করা হয়। এতে ১৮তম রাজার বংশধরদের কবরও রয়েছে যা ১৫৫০ থেকে ১২৯২ খ্রিস্টপূর্ব এর মধ্যে সমাধিস্থ করা হয়। এর মধ্যে রয়েছে, ফেরাউন আহমোস, হাটসেপসুট, থুতমোজ তৃতীয়, আমেনহোটেপ তৃতীয়, আখেনাটন এবং তুতান খামুনের কবর।

এর আগে দেশটির প্রত্নতত্ত্ব মন্ত্রণালয় জানিয়েছিলো, প্রত্নতাত্ত্বিকরা লাক্সারের পশ্চিমের একটি স্থানে প্রাচীন শিল্প অঞ্চল খুঁজে পেয়েছেন।

এছাড়া, আগামী শনিবার (১৯ অক্টোবর) এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলেও জানান প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়।

এ সম্পর্কিত আরও খবর