'তুরস্ক-সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই'

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-28 01:57:54

তুরস্ক-সিরিয়া ইস্যুতে যুক্তরাষ্ট্রের কোনো মাথাব্যথা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, তুরস্কের সেনারা সিরিয়ায় প্রবেশ করলে সেখানে যুক্তরাষ্ট্রের সমস্যা নেই বলে মন্তব্য করেন ট্রাম্প। এমনকি কুর্দি সেনারা 'ফেরেশতা নয়' বলেও মন্তব্য করেন তিনি।

যুক্তরাষ্ট্র 'পলিসিং এজেন্ট নয়' উল্লেখ করে তিনি বলেন, এখন আমাদের সেনাদের ঘরে ফিরে আসার সময় এসেছে।

এদিকে সিরিয়া সীমান্তে তুরস্ক সেনাদের হামলার দায় অনেকটা  যুক্তরাষ্ট্রের দিকেও পড়েছে। কারণ সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার পরই তুরস্কের সেনা সিরিয়ার সীমান্তে প্রবেশ ও বিমান হামলার ঘটনা সহজভাবে নিচ্ছেন না আন্তর্জাতিক বিশেষজ্ঞ মহল। এ নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও তীব্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন বিতর্কিত নেতা ট্রাম্প। এমনকি ট্রাম্পের সবুজ সংকেত থেকেই তুরস্ক এ হামলা চালাচ্ছে বলেও মন্তব্য কূটনৈতিক নেতাদের। যদিও এ নিয়ে ট্রাম্প চুপ থাকলেও স্থানীয় গণমাধ্যম কর্মীদের আজ সমুচিত জবাব দিয়েছেন বলে মনে করছেন কট্টরপন্থী ট্রাম্প ভক্তরা।

এর আগে ৯ অক্টোবর তুরস্ক সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি অধ্যুষিত এলাকায় হামলা শুরু করে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের নির্দেশেই এ হামলা চালানো হয়। এ নিয়ে এরদোগান এক টুইট বার্তায় বলেন, সিরিয়ার সাধারণ মানুষকে কুর্দি সন্ত্রাসীদের কবল থেকে রক্ষা করবো। সীমান্ত এলাকায় সন্ত্রাসীদের উচ্ছেদ করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর