রাশিয়ার সাইবেরিয়ায় এক স্বর্ণের খনির বাঁধ ধসে ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও ১৩ জন নিখোঁজ রয়েছে।
শনিবার (১৯ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানায়।
প্রতিবেদনে জানানো হয়, গত এক সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে স্থানীয় শিবা নদীর রক্ষা বাঁধ ভেঙে গেলে এই খনি ধসের ঘটনা ঘটে।
রাশিয়ার স্বাস্থ্য অধিদফতর থেকে দেওয়া এক বরাতে জানানো হয়, উদ্ধার হওয়া ১৪ খনি শ্রমিককে হাসপাতালে নেওয়া হয়। যাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
সাইবেরিয়ায় দক্ষিণের প্রত্যন্ত অঞ্চলে এই খনির অবস্থান। যা ক্রাস্নোয়ারস্ক শহর থেকেও প্রায় একশ মাইল দূরে। পার্শ্ববর্তী নদীর বাঁধ ভেঙে যাওয়ার ফলে শ্রমিকদের বেশ কয়েকটি আশ্রয়স্থল ভাসিয়ে নিয়ে যায়। এমনকি অঞ্চলটিতে এখন বন্যা দেখা দিয়েছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে এখানে আশ্রয় নেওয়া অন্যান্য খনি শ্রমিক।
এ ঘটনায় রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ক্ষতিগ্রস্তদের সহায়তায় সকল প্রকার জরুরি পদক্ষেপ নেওয়ার আদেশ দিয়েছেন। এছাড়া এ খনির আশেপাশে অবস্থান নেওয়া অন্যান্য শ্রমিকদের সতর্কভাবে থাকা ও ঝুকিপূর্ণ স্থান থেকে তাদেরকে অন্যত্র সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন।