রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারকে জবাবদিহিতায় আনতে জাপানকে আহ্বান

এশিয়া, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-29 10:04:22

রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত সামরিক অত্যাচারের জন্যে মিয়ানমারকে প্রকাশ্যে জবাবদিহিতা করতে জাপানের প্রতি আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।

রোববার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এ আহ্বান জানায় সংস্থাটি।

আগামীকাল সোমবার (২১ অক্টোবর) জাপান সফররত মিয়ানমারের নেতা অং সান সুচি তার দেশের বিনিয়োগ এবং ব্যবসার প্রচারের জন্য জাপানের বহিরাগত বাণিজ্য সংস্থার (জেট্রো) পৃষ্ঠপোষকতায় একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার কথা রয়েছে। ২০১৮ সালে জাপানে বিনিয়োগ ফোরামের বক্তৃতায় সুচি রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনকে উপেক্ষা করেছেন।

হিউম্যান রাইটস ওয়াচ-এর উপ-এশিয়া পরিচালক ফিল রবার্টসন বলেন, 'মিয়ানমারের সামরিক বাহিনী কর্তৃক নির্যাতনের বিরুদ্ধে জাপান সরকারের কথা বলার এটাই সময়। এই বিষয়গুলো সরাসরি উত্থাপনের জন্য অং সান সুচির সফরকে ব্যবহার করা উচিৎ। এ ধরনের অপরাধের বিরুদ্ধে জাপানি সংস্থাগুলোকে আহ্বান জানিয়ে মানবাধিকার বৈদেশিক নীতি উন্নয়নে সরকারের উৎসাহ দেওয়া উচিৎ।'

এ সম্পর্কিত আরও খবর