ভারতের পাল্টা হামলায় ৫ পাকিস্তানি সেনা নিহত

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 00:33:25

অস্ত্রবিরতি থাকা সত্ত্বেও রোববার (২০ অক্টোবর) ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কুপওয়ারা জেলায় গুলিবর্ষণ করে পাকিস্তানি সেনাবাহিনী। এতে দুই ভারতীয় সেনা ও এক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন বেসামরিক নাগরিক।

উক্ত হামলার প্রেক্ষিতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে পাক সেনা ঘাঁটিতে হামলা করেছে ভারতীয় সেনাবাহিনী। হামলায় পাঁচ জন পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছেন বলে দাবি করছে ভারতীয় সেনাবাহিনী। তাদের দাবি, তাদের হামলায় পাকিস্তানি সেনাদের কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, কাশ্মীরের কুপওয়ারা সীমান্তের ঠিক বিপরীত পাশে নীলম উপত্যকায় ভারতীয় সেনাদের কামানের গোলায় পাকিস্তানি সেনাদের চারটি ঘাঁটি ধ্বংস হয়েছে। এ সময় অন্তত পাঁচ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত ৫ আগস্ট ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদী সরকার। তার পর থেকেই দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আর ৩৭০ ধারা বিলোপের পর দুই দেশের সীমান্তে গোলাগুলিতে এ পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধ শুরু হতে পারে বলে গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের সতর্ক করে দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

আরও পড়ুন: পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতীয় ২ সেনাসহ নিহত ৩

এ সম্পর্কিত আরও খবর