নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট

, আন্তর্জাতিক

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-09-01 10:43:09

বিশ্বের সব বাংলা ভাষাভাষিকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের পক্ষ থেকে দেশটির ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী জন সুলিভান ‘বিশ্বের যেখানে যত বাঙালি আছে’ সবার উদ্দেশ্যে বলেছেন- ‘শুভ নববর্ষ!’ বৃহস্পতিবার এক বিবৃতিতে সুলিভান বলেন, “বাংলাদেশ, ভারতসহ বিশ্বের যেখানে যত মানুষ আজ  নতুন বছরকে বরণ করে নিতে মিলিত হয়েছে, এই গুরুত্বপূর্ণ দিনে আমরাও তাদের সেই আনন্দে শামিল।” বাংলাদেশে নানা আয়োজনে উৎসবের আমেজে শনিবার বরণ করে নেওয়া হবে বঙ্গাব্দ ১৪২৫। পাঁচশ বছর আগে আকবরি আমলে রাজস্ব আদায়ের সুবিধার জন্য এই বর্ষপঞ্জির প্রবর্তন হয়েছিল। সেই পঞ্জিকা বর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ এখন বাঙালির সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। সুলিভান বলেন, যাদের মাতৃভাষা বাংলা, ধর্ম-বর্ণ নির্বিশেষে তাদের সবার জন্য নাচে-গানে, মেলা আর শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি উদযাপনের একটি সুযোগ  নিয়ে আসে পহেলা বৈশাখ। “এই সুযোগে আমি ধন্যবাদ জানাতে চাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিদের, যারা আমাদের দেশ, আমাদের অর্থনীতি আর সংস্কৃতিতে অসামান্য অবদান রেখে চলেছেন। ”   নতুন বছর বাঙালিকে উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে যাবে- এই প্রত্যাশা করেছেন সুলিভান।

এ সম্পর্কিত আরও খবর