আবারও সরকার গঠন করতে যাচ্ছে ট্রুডোর দল

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-29 19:41:08

কানাডার নির্বাচনে ক্ষমতাসীন দল বর্তমান প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি অফ কানাডা দ্বিতীয় মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে।

সোমবার (২১ অক্টোবর) কানাডায় দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের নিম্ন কক্ষ 'হাউস অব কমন্সে'র নির্বাচন অনুষ্ঠিত হয়। কানাডার ৪৩তম জাতীয় নির্বাচন এটি। দেশটির চার প্রদেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

canada election
সিবিসি থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য, ছবি: সংগৃহীত

দেশটির সংবাদ মাধ্যম সিবিসি'র সর্বশেষ তথ্য অনুযায়ী বে-সরকারিভাবে ট্রুডোর দল ১২৯টি আসন পেয়ে এগিয়ে রয়েছে। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনসারভেটিভ পার্টি অফ কানাডা পেয়েছে ১০৯টি আসন। আর ব্লক কিউবেকিস পেয়েছে ২৯টি আসন। এছাড়া নিউ ডেমোক্রেট (এনডিপি) ১৫টি এবং গ্রিন পার্টি পেয়েছে মাত্র ৩টি আসন।

কানাডার ব্রডকাস্টিং কর্প জানিয়েছে, ৩২টি নির্বাচনী জেলার ২৫টিতেই এগিয়ে আছে লিবারেল পার্টি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে হলে ১৭০টি আসন পেতে হবে একটি দলকে। দেশটিতে মোট আসন সংখ্যা ৩৩৮টি।

এ সম্পর্কিত আরও খবর