চীন সফরে যাচ্ছেন কিম

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 13:31:52

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের এক সপ্তাহের মাথায় চীন সফরে যাচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন।

ক্ষমতায় আসার পর এটি কিমের তৃতীয় সফর। এর আগে তিনি প্রথম সফর করেন দক্ষিণ কোরিয়া। আর গত সপ্তাহে সিঙ্গাপুর সফরে গিয়ে বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে।

পারমাণবিক নিরস্ত্রীকরণ ও কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠায় সিঙ্গাপুরের শীর্ষ বৈঠকে যে বিষয়গুলো উঠে এসেছিল সেসব বিষয়ে চূড়ান্ত মীমাংসায় যেতে চীন সফরে আরো বিস্তর আলোচনা হতে পারে বলে ধারনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক বিষয়েও হতে পারে আলোচনা। উত্তর কোরিয়ার একমাত্র অর্থনৈতিক মিত্র দেশ চীন এরই মধ্যে বেশ কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছে।

এছাড়া দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র তাদের পরবর্তী যৌথ সামরিক মহড়া প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। যদিও জাপান এবং অন্যান্য এশীয় দেশগুলো এখই মহড়া প্রত্যাহারের পক্ষে নয়। তারা বলছে, পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টি নিশ্চিত হলেই কেবল বিষয়টি বিবেচনা করা যেতে পারে। কারণ উত্তর কোরিয়ার বিভিন্ন সময়ে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বিশ্বের জন্য হুমকি বলে মনে করা হয়ে থাকে।

এই সফরের ব্যাপারে এখনো বিস্তারিত জানায়নি পিয়ং ইয়ং।  

 

 

 

এ সম্পর্কিত আরও খবর