যৌন নিপীড়ন তদন্তে অস্ট্রেলিয়া

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 16:08:11

কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করতে অস্ট্রেলিয়া জুড়ে জাতীয় তদন্তের ঘোষণা দিয়েছে দেশটি।

নারীদের প্রতি বৈষম্যমূলক আচরণের প্রতিবাদে বিশ্বব্যাপী ‘মি টু’ হ্যাশ ট্যাগ প্রচারাভিযানের অংশ হিসেবে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার লিঙ্গ বৈষম্য বিষয়ক কমিশনার কেট জেকিনসন। তিনি বলেন, পরে এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে।

জনসাধারণ ও বিভিন্ন সংস্থার কাছ থেকে পরামর্শ নিয়ে তদন্ত পরিচালিত হবে বলে জানা গেছে। এর অংশ হিসেবে কর্মস্থলের যৌন হয়রানির কারণ, প্রযুক্তি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার, বর্তমান আইন এবং নীতিগুলির কার্যকারিতা পরীক্ষা এবং মূল্যায়ন করা হবে।

বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতার লক্ষ্যে এই তদন্তে এক বছর সময় লাগতে পারে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার।

যৌন সহিংসতাকে কর্মক্ষেত্রে স্থায়ী ও ব্যাপক সমস্যা হিসেবে বর্ণনা করেছে অস্ট্রেলিয়ান মানবাধিকার কমিশন (এএইচআরসি)। তারা বলছে, ১৫ বছরের বেশি বয়সের ২০ ভাগ অস্ট্রেলিয়ান কর্মীদের কর্মক্ষেত্রে যৌন হয়রানির সম্মুখীন হতে হয়।

তারা বলছে, এ বিষয়ে ক্রমাগত সচেতনাতামূলক প্রচারাভিযানের পাশাপাশি মানসিকতার পরিবর্তন করতে হবে। তাহলেই সৃষ্টি হতে পারে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ।

এমন পরিস্থিতিতে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এএইচআরসি।

এ সম্পর্কিত আরও খবর