বিতর্কিত অভিবাসন নীতি প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক | 2023-08-31 08:17:58

ঢাকা: সীমান্তে অভিবাসী পরিবার থেকে শিশুদের আলাদা করার মার্কিন নীতি থেকে সরে আসার ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাইজে এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন।

এ পরিস্থিতিতে পরিবারগুলোকে একসঙ্গে রাখতে বৃহস্পতিবার (২১ জুন) ইমিগ্রেশন আইনের ওপর একটি ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন হাউস স্পিকার পল রায়ান। এই বিলের অধীনে, বিচারকালীন পরিবারগুলোকে হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের হেফাজতে একসঙ্গে রাখা হবে।

এর আগে বিতর্কিত এই নীতির জন্য বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাজ্য ও কানাডার প্রধানমন্ত্রী থেরেসা মে এবং জাস্টিন ট্রুডো যুক্তরাষ্টের এই সিদ্ধান্তকে ‘ভুল’ বলে আখ্যা দিয়েছেন। আর পোপ ফ্রান্সিস মার্কিন ক্যাথলিক বিশপদের সমর্থন দিয়েছেন যারা নীতিকে বলছেন- ‘অনৈতিক।’

রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসও ডোনাল্ড ট্রাম্পকে তার নীতি পরিবর্তনের জন্য চাপের মুখে রাখেন।

সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জিরো টলারেন্স নীতি অনুযায়ী মেক্সিকো থেকে আসা অভিবাসী পরিবারগুলোর মধ্য থেকে দুই হাজার ৩৪২ শিশুকে বাবা-মার কাছ থেকে আলাদা করে দেওয়া হয়।

গত কয়েকদিনে এসব শিশুদের বন্দীদশার বহু ছবি এবং প্রকাশিত অডিও গোটা বিশ্বে আলোড়ন তৈরি করে। তীব্র সমালোচনার মধ্যে পড়েন ট্রাম্প। অবশেষে বিতর্কিত নীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর