৭৫তম বার্ষিকী উপলক্ষে সংলাপ করবে জাতিসংঘ

বিবিধ, আন্তর্জাতিক

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-26 02:31:27

আগামী বছর জাতিসংঘের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশ্বব্যাপী সহযোগিতার ভূমিকা বিষয়ে একটি বৃহৎ সংলাপ হতে যাচ্ছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ ঘোষণা দিয়েছেন।

২০২০ সালের জানুয়ারিতে জাতিসংঘ বিশ্বজুড়ে জুড়ে এ সংলাপ শুরু করবে বলে জানান তিনি।

সারা বিশ্বের জনগণের কাছে পৌঁছানো, তাদের আশা-হতাশার কথা শোনা এবং তাদের অভিজ্ঞতা থেকে শিখতেই এ সংলাপ শুরু হচ্ছে বলে জানান আন্তোনিও গুতেরেস।

তিনি বলেন, সবার শান্তি, উন্নয়ন ও মানবাধিকার রক্ষায় সম্মিলিত পদক্ষেপকে সমর্থন করার জন্য ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছিল। কীভাবে আমরা আরও উন্নত বিশ্ব বানাতে পারি তার ওপর সংলাপ ও পদক্ষেপ নিতে হবে।

আসন্ন সংলাপের মাধ্যমে জাতিসংঘের ৭৫তম বার্ষিকীর লক্ষ্য হবে ২০৪৫ সালে জাতিসংঘের শতবর্ষিকীর আগেই ভবিষ্যতের হুমকিসমূহ বুঝে সম্মিলিত পদক্ষেপ নেওয়া।

সংলাপে উত্থাপিত মতামত ও ধারণা ২০২০ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ৭৫তম সাধারণ অধিবেশন চলাকালে একটি হাই-প্রোফাইল অনুষ্ঠানে বিশ্বনেতা ও সিনিয়র ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে উপস্থাপন করা হবে এবং অনলাইনে ও অংশীদারদের মাধ্যমে তা প্রচারিত হবে বলে জানান জাতিসংঘ মহাসচিব।

এ সম্পর্কিত আরও খবর