২৯০ ফুট উঁচু চিমনীতে আটকে ১ ব্যক্তি নিহত

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-30 02:57:43

ইংল্যান্ডে একটি কারখানার ২৯০ ফুট উঁচু চিমনীতে আটকে ৫০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) এ ঘটনা ঘটে বলে পুলিশের বরাতে খবর প্রকাশ করেছে সিএনএন।

নিহত ব্যক্তির পরিচয় মেলেনি। তিনি কারলিসলের একটি কারখানা ডিক্সনের চিমনীতে রাত ২টা ২০মিনিটের দিকে আটকা পড়েন। কাম্ব্রিয়া পুলিশ বলছে বিকাল ৪টা ৪৫ মিনিটের দিকে উদ্ধারের পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশ বলছে, এই উদ্ধার অভিযানে কাম্ব্রিয়া ফায়ার সার্ভিসসহ কয়েকটি সংস্থার কর্মীগণ অংশ নেয়।

২৭০ ফুট উঁচু চিমনীর বাইরে ঝুলতে থাকা ব্যক্তিকে উদ্ধারে জলবাহী এটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে ল্যাঙ্কশায়ার ফায়ার এন্ড রেসকিউ সার্ভিস কর্মীগণ।

সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খালি গায়ে লোকটি তার পায়ের মাধ্যমে ঝুলে ছিল। তবে এটা এখনো স্পষ্ট নয় যে, লোকটি কেন চিমনীতে উঠেছিল। চিমনীটি ১৯ শতকের একটি কাপড়ের কারখানার একটি অংশ।

এ সম্পর্কিত আরও খবর