সুমাত্রা দ্বীপে ফেরি ডুবি: চালক আটক

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 21:19:54

ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফেরি ডুবির ঘটনায় ক্যাপ্টেনকে আটক করা হয়েছে। আটকের পর ফেরি চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। চালক নিজেই ফেরির মালিক বলে জানা গেছে। তবে, এতবড় দুর্ঘটনার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন।

গত সোমবার ঈদে বেড়াতে আসা বহু যাত্রী নিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ডুবে যায় ফেরিটি।

এসব ফেরিতে সাধারণত ৬০ জন যাত্রী বহন করার কথা। কিন্তু ক্যাপ্টেন সেই নিয়ম অমান্য করে কয়েক গুণ যাত্রী বহন করছিলেন। যার খেসারত দিতে হয় এসব ভাগ্যাহতদের।

ঘটনার পর লাশ উদ্ধার হয় তিন জনের। প্রাণে বেঁচে যান ১৭ জন। এ ঘটনা এখনো প্রায় দু'শো মানুষ নিখোঁজ রয়েছে। যাদের ফিরে পাওয়ার আশায় এখনো ক্ষণ গুণছেন স্বজনরা। 

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ও রেসকিউ এজন্সি ডুবে ড্রোনসহ অনান্য নানা সরঞ্জাম দিয়ে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তারা বলছে, ফেরির যাত্রীদের কারোরই লাইফ জ্যাকেট ছিলো না।

ইন্দোনেশিয়ায় প্রায়ই এধরনের দুর্ঘটনা ঘটে। যার ৪০ শতাংশ ঘটে মালিকপক্ষের ভুলের কারণে। আর ১২ ভাগ হয় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে।

 

 

এ সম্পর্কিত আরও খবর