যুক্তরাষ্টের পণ্যে ইইউ'র শুল্ক আরোপ কার্যকর

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-28 01:48:53

শুক্রবার থেকে মার্কিন পণ্যের উপর ইউরোপীয় ইউনিয়নের নতুন আরোপিত বাণিজ্য শুল্ক কার্যকর হচ্ছে।

নীল জিন্স প্যান্ট, হুইস্কি, মোটর বাইক এবং কমলা রসসহ বিভিন্ন পণ্যের উপর এই শুল্ক আরোপ করা হয়েছে।

গত মার্চে ইউরোপীয় পণ্যের মধ্যে স্টিল আমদানিতে ২৫ শতাংশ এবং অ্যালুমিনিয়ামের উপর ১০ ভাগ শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, মোস্কিকোসহ যুক্তরাষ্ট্রের প্রতিবেশী অনেক দেশও বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তখন থেকে পাল্টা পদক্ষেপের কথা ভাবছিলো ইইউ। যার ফলস্বরুপ এই শুল্ক আরোপ কার্যকর হলো।

ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ ক্লদ জাঙ্কার বলেছেন, ইইউ'র উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের কোন যৌক্তিকতা নেই। কাজেই বাধ্য হয়েই পাল্টা পদক্ষেপ নিতে হলো ইইউকে।

গত সপ্তাহে ২০০ বিলিয়ন ডলারের চীনা পণ্যে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। পাল্টা শুল্ক বসানোর ঘোষণা দেয় চীনও।

এদিকে, ভারতও যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ২৯টি পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। এর মধ্যে স্টিল, আয়রণ ও কৃষিপণ্য রয়েছে। যাতে করে আমেরিকার কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে বলে ধারনা করা হচ্ছে।

বিশ্বব্যাপী পাল্টাপাল্টি এ শুল্ক আরোপ কিংবা বাণিজ্য যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে।

এ সম্পর্কিত আরও খবর