গ্রিক অভিবাসী ক্যাম্পে মানবেতর জীবন

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 14:30:44

গ্রিসের একটি দ্বীপে অভিবাসী ক্যাম্পে ভয়াবহ অবস্থা দেখা দেখা দিয়েছে। ক্যাম্পটিতে অভিবাসীরা তীব্র বিপর্যয়ের মুখোমুখি। বৃহস্পতিবার এমন আবেগঘন খবর জানিয়েছে ইউরোপের একটি মানবাধিকার সংস্থা।

পাঁচদিনের সফর শেষে সংস্থাটির প্রধান দানজা মিজাতো জানান, গত ১২ মাস ধরে গ্রিসের এজিয়ান দ্বীপে অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। এখানে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ না করলে পরিস্থিতি আরো অবনতির দিকে যেতে পারে।

ইউরোপীয় মানবাধিকার সংস্থার প্রধান জানান, তিনি সেখানে অস্বাস্থ্যকর অবস্থা দেখে বিস্মিত হয়েছেন। সেখানকার পরিস্থিতি উত্তাল হয়ে উঠছে। এই দ্বীপের অবস্থা এতটাই বেহাল যে, এজিয়ান সাগর পার হয়ে আসা নতুন কোন আশ্রয়প্রার্থীকে স্থান দেওয়া সম্ভব হচ্ছে না।

গ্রিসের নতুন রক্ষণশীল সরকার অভিবাসীদের ব্যাপারে কঠোরতা দেখাচ্ছে। তারা সাগরে নৌ টহল বাড়াচ্ছে। অভিবাসী বোঝাই নৌকা গুলোকে ফেরত পাঠাচ্ছে। এছাড়া গ্রিস অবৈধভাবে অভিবাসীদের তুরস্কে 'পুশব্যাক' করছে।

এই 'পুশব্যাক' আন্তর্জাতিক আইনের সীমা লঙ্ঘন। ইউরোপিয়ান মানবাধিকার কাউন্সিল বলছে যে তারা এই চর্চা বন্ধ করতে তারা গ্রিসকে বলেছে।  

এ সম্পর্কিত আরও খবর