'কাশ্মীরের বর্তমান পরিস্থিতি টেকসই নয়'

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 02:13:22

কাশ্মীরের বর্তমান পরিস্থিতি 'টেকসই নয়'। এর পরিবর্তন প্রয়োজন বলে জার্মান সংবাদমাধ্যমে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল। শুক্রবার (১ নভেম্বর) ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের আগেই তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, যেহেতু এই মুহূর্তে কাশ্মীরের পরিস্থিতি টেকসই নয়, তা কারো জন্যই ভাল নয়। সমস্যার সমাধান করে অবশ্যই তার পরিবর্তন করতে হবে। খবর এনডিটিভি

এর আগে কাশ্মীর নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিদেশী সাংসদদের প্রতিনিধিরা। চলতি বছরের আগস্টে ভারত সরকারের জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের জন্য ৩৭০ ধারা অবলুপ্তি ঘটনায় তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইংল্যান্ডও।

প্রতিনিধি স্তরের আলোচনার পর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সঙ্গে 'রুদ্ধদ্বার বৈঠক' করেন অ্যাঞ্জেলা মর্কেল। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দুই দেশের কয়েকজন মন্ত্রীর উপস্থিতিতে এই বৈঠক হয়।

এ সম্পর্কিত আরও খবর