মালিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা নিহত

আফ্রিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 04:22:27

মালির উত্তর-পূর্বাঞ্চলে এক সামরিক ঘাঁটিতে জঙ্গি হামলায় ৫৩ সেনা নিহত হয়েছে।

শনিবার (২ নভেম্বর) বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে জানানো হয়, দেশটির উত্তরাঞ্চলের মেনাকা রাজ্যের এক সামরিক ঘাঁটিতে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এ ঘটনায় বেসামরিক নাগরিকও নিহত হয়েছে। 

দেশটির যোগাযোগ মন্ত্রী ইয়াগা সাঙ্গারা এক টুইট বার্তায় বলেন, উত্তরাঞ্চলের সীমান্ত এলাকা মেনাকাতে শুক্রবার (১ নভেম্বর) এ হামলা চালানো হয়। ঘটনাস্থল থেকে জীবিত ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি সবাই মারত্মকভাবে আহত হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। নিহতদের মরদেহ উদ্ধারের কাজ চলছে।

এ ঘটনায় দেশটির সরকার তীব্র নিন্দা জানিয়ে বলেন, নিহত কিংবা আহতদের সংখ্যা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এখনও পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

মালির উত্তরাঞ্চলে অনেক দিন থেকেই অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ২০১২ সালে আল-কায়েদা জঙ্গি সংগঠন সেখানে নিজেদের ঘাঁটি গড়ে তোলে। এ জঙ্গি সংগঠন সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। বেশ কয়েক বছর ধরে দেশটির সেনা সদস্যরা অভিযান চালিয়ে তাদের উৎখাত করলেও তারা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। গেল এক মাসের মাথায় আল-কায়েদার সংঘটিত দুইটি হামলায় দেশটির ৪০ সেনা নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর