তুরস্ক সীমান্তে সিরিয়ার একটি শহর তেল আবিয়াত-এর একটি বাজারে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ১৩জন নিহত ও ৩০জন আহত হয়েছে।
শনিবার(২ নভেম্বর) এ ঘটনা বলে জানিয়েছে তুরস্কের জাতীয় গণমাধ্যম ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
তেল আবিয়াত সিরিয়া ও তুরস্ক সীমান্তের একটি গুরুত্বপূর্ণ শহর। তুরস্ক সরকার সিরিয়ার কুর্দি পিপলস প্রটেকশন ইউনিট (ওয়াইপিজি) ও কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এই অমানবিক হামলার জন্য দায়ী করেছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে, বেশ কয়েকজন বেসামরিক নাগরিক এই বিস্ফোরণে নিহত হয়েছে।
তুরস্কের জাতীয় বার্তা সংস্থা আনাদুলু বলছে, তেল আবিয়াত শহরের একটি বাজারে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জন নিহত হয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সিরিয়ার উত্তর-পশ্চিম শহর আফরিনে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে আট বেসামরিক নিহত ও ১৪ জন আহত হয়।