গাড়ি চালানোর চূড়ান্ত অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 19:20:30

নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে গাড়ি চালানোর অনুমতি পাচ্ছেন সৌদি নারীরা। গত মার্চে ঘোষণার পর চলতি মাসের শুরুতে প্রথম লাইসেন্স দেয়া হয়। আর মানবাধিকার কর্মীদের দীর্ঘ আন্দোলনের পর সৌদি নারীদের জন্য সেই মাহেন্দ্র ক্ষণ সমাগত।

এই অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বহু নারী বিচারের মুখোমুখি হয়েছেন। জেলও খাটছেন অনেকে।

বিশ্বের একমাত্র দেশ সৌদি আরব যেখানে এতদিন নারীদের গাড়ি চালানোর অনুমতি ছিল না।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর কমপক্ষে ২০০০ নারীকে গাড়ি চালোনার লাইসেন্স দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আধুনিক সমাজ বিনির্মাণ ভাবনার অংশ হিসেবে এমন পদক্ষেপ এলো বলে ধারনা করা হচ্ছে। তেল নির্ভর সৌদি আরব থেকে বহুমুখী দেশ গঠনের ভিশন ২০৩০ হাতে নিয়েছেন তিনি। নারীদের গাড়ি চালানোর অনুমতি দেয়ায় ভিশনের এক ধাপ পেরুলো যুবরাজ সালমান।

সৌদি আরবে বৃহত্তর সংস্কারের জন্য এই পদক্ষেপ অনেকটা গুরুত্ব বহন করছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এ সম্পর্কিত আরও খবর