থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:28:34

থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় ১৫ জন নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছে আরও চার জন। বুধবার (৫ নভেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলের ইয়ালা প্রদেশে নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন মুসলিম বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে জানায় দেশটির সেনা বাহিনী। বার্তাসংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে। 

এ বিষয়ে দক্ষিণাঞ্চলের সেনাবাহিনীর মুখপাত্র প্রামোট প্রোম বলেন, বেসামরিক স্বেচ্ছাসেবী দ্বারা পরিচালিত দুটি চৌকিতে সন্দেহভাজন মুসলিম বিদ্রোহীরা হামলা চালিয়েছে। এ সময় তাৎক্ষনিক ১২ জন নিহত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, নিরাপত্তা চৌকির আশেপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ফরেনসিক বিভাগ বিষয়টি তদন্ত করছে। এছাড়া সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বৃহত্তম আক্রমণ বলে জানান তিনি।

তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি।

উল্লেখ্য, দেশটির দক্ষিণাঞ্চলের স্বাধীনতাকামী বিদ্রোহীদের হামলা নতুন নয়। গত পনের বছরে তাদের হামলায় প্রায় ৭ হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর