তাজিক-উজবেক সীমান্তে সংঘর্ষ, নিহত ১৭

এশিয়া, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 18:56:02

মধ্য এশিয়ার দেশ তাজিকিস্তান-উজবেক সীমান্ত অঞ্চলে আইএসের মুখোশধারী জঙ্গিরা হামলা চালিয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) স্থানীয় সময় রাতে এই হামলার ঘটনা ঘটে বলে বুধবার (৬ নভেম্বর) তাজিকিস্তান সরকারি কর্তৃপক্ষ থেকে এ খবর নিশ্চিত করে বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি তথ্য মতে, রাজধানী দুশান্বে থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তাজিকিস্তান ও উজবেক সীমান্ত অঞ্চলের একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালায় আইএসের মুখোশধারী জঙ্গিরা। আর হামলার প্রতিরোধ করে পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে ১৫ জন আইএস জঙ্গি নিহত হয়েছে। এছাড়া গোলাগুলিতে একজন পুলিশ সদস্য এবং একজন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে।

এ বিষয়ে দেশটির ন্যাশনাল সিকিরিউটি কমিটি জানায়, হামলার পরে জঙ্গি গোষ্ঠীর পাঁচজনকে আটক করা হয়েছে।

কমিটি থেকে আরও জানানো হয়, চলতি মাসের শুরুর দিকে বন্দুকধারীরা আফগানিস্তানের সীমান্ত দিয়ে তাজিকিস্তানে প্রবেশ করে। এছাড়া জঙ্গিরা একটি বিশেষ মিশনে ছিল বলে জানায় তারা।

তবে এখন পর্যন্ত আইএস জঙ্গিগোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

উল্লেখ্য, বেশ কয়েক বছর ধরে প্রতিবেশী দেশ আফগানিস্তান থেকে আইএসের হামলায় ঝুঁকিতে রয়েছে তাজিকিস্তান। আর নিজ ভূখণ্ডে আইএস’র অভ্যুত্থানঠেকাতে কাজ করে যাচ্ছে দেশটি।

এ সম্পর্কিত আরও খবর