মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্র্যাট শিবিরে সুখবর

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 18:45:21

২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। তবে নির্বাচনের আগেই সুখবর ঘরে তুলল ডেমোক্র্যাটরা। কয়েকটি অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনে জয় পেয়েছে তারা। মঙ্গলবার (৫ নভেম্বর) কয়েকটি রাজ্যে এসব নির্বাচন অনুষ্ঠিত হয়।

যদিও কেন্টাকি রাজ্যে রক্ষণশীলদের প্রভাব যথেষ্ট, তবুও সেখানে জয় পেয়েছেন, ডেমোক্র্যাট প্রার্থী অ্যান্ডি বেশার। এছাড়া ভার্জিনিয়া আইনসভার পূর্ণ নিয়ন্ত্রণ এসেছে ডেমোক্র্যাটদের হাতে। এই রাজ্যে জয় পেয়েছেন ট্রান্স-জেন্ডার ড্যানিকা রোয়েম।তবে মিসিসিপিতে গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট জিম হুডকে হারিয়ে রিপাবলিকানদের ক্ষমতা ধরে রেখেছেন টেট রিভস।

সামনের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এ ফলাফল বেশ গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন কি না সেই হিসাব মেলাতেও এই ভোট কার্যকরী ভূমিকা রাখবে। সাম্প্রতিক নির্বাচনের এ ফলাফল মার্কিন প্রেসিডেন্টের জন্য তেমন একটা সুখবর নয়।

এসব গুরুত্বপূর্ণ নির্বাচনের ফলাফলে প্রতিক্রিয়া জানিয়েছেন ট্রাম্প। এক টুইটে কেন্টাকি ও মিসিসিপিতে রিপাবলিকানদের ফলাফলের প্রশংসা করেন তিনি। মিসিসিপির বিজয়ী নতুন রিপাবলিক গভর্নর টেট রিভসকে অভিনন্দন জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর