নীচু জাতের ছেলেকে বিয়ে, পাথর নিক্ষেপে দম্পতির মৃত্যু

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 13:16:08

নীচু জাতের (দলিত সম্প্রদায়) ছেলেকে বিয়ে করায় স্ত্রীর ভাইদের নিক্ষেপ করা পাথরে মারা গেলেন দম্পতি। বুধবার (৬ নভেম্বর) ভারতের কর্ণাটক রাজ্যের গজেন্দ্রগড় জেলার লাকলাকট্টি গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে দেশটির গণ্যমাধ্যমের তথ্য অনুযায়ী, রামেশ মাদ্দার (২৯) ও গাঙ্গাম্মা (২৩) তিন বছর আগে বিয়ে করেন। এ নিয়ে তীব্র আপত্তি জানায় গঙ্গাম্মার পরিবার। ওই দম্পতির সংসারে দু'টি সন্তানের জন্ম হয়। এরপরও গাঙ্গাম্মার পরিবারের সঙ্গে তাদের সম্পর্ক স্বাভাবিক হয়নি।

চলতি সপ্তাহের বুধবার দম্পতির বাড়িতে আক্রমণ করে গঙ্গাম্মার তিন ভাই। এ সময় তাদের মাথায় পাথর দিয়ে আঘাত করা হয়। আর এই আঘাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই দম্পতি।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহত রমেশ ও গঙ্গাম্মার দেহ উদ্ধার করে পুলিশ। আর পুলিশের পক্ষ থেকে গাঙ্গাম্মার ভাইদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর