আইনী প্রক্রিয়া ছাড়াই দ্রুত অভিবাসীদের ফেরত পাঠানো হবে: ট্রাম্প

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-26 02:37:55

যুক্তরাষ্ট্র অবৈধভাবে প্রবেশকারীদের কোন বিচার বিভাগীয় প্রক্রিয়া ছাড়াই ফেরত পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‌আমরা এই সমস্ত লোককে আমাদের দেশে জায়গা দিতে পানি না। অবৈধ অভিবাসীদের কোনও মামলা ছাড়াই যেখান থেকে তারা এসেছে সেখানেই ফেরত পাঠানো হবে।

তিনি বলেন, যুক্তরাষ্টের অভিবাসন নীতি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারীর কার্যক্রম অত্যন্ত ভালো। তারা এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবে।

কোন ধরনের আইনী প্রক্রিয়া ছাড়া এ ধরনের পদক্ষেপ নেয়াকে অবৈধ এবং সংবিধান লঙ্ঘন উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন মানবাধিকার কর্মীরা।

প্রতিক্রিয়ায় আমেরিকায় অভিবাসীদের অধিকার সংরক্ষণ প্রকল্পের পরিচালক ওমর জাদওয়াত ট্রপের এই পদক্ষেপকে অসাংবিধানিক বলে মন্তব্য করেছেন।

সম্প্রতি অভিবাসন নীতিতে কঠোর অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। অভিবাসী ক্যাম্পের দুই হাজারেরও বেশি শিশুকে পরিবার থেকে আলাদা করে দেয়ার পর বিশ্বব্যাপী তীব্র সমালোচনায় পড়েন ট্রাম্প। পরে এক নির্বাহী আদেশের মাধ্যমে সেই অবস্থান থেকে সরে আসেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর