১৫ হাজার বছরের পুরনো মানব-নির্মিত ফাঁদের সন্ধান পেল বিজ্ঞানীরা

আমেরিকা, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 06:28:51

মেক্সিকোর নৃবিজ্ঞানীরা ১৫ হাজার বছরের পুরনো দুটি মানব-নির্মিত ফাঁদের সন্ধান পেয়েছেন। তারা বলছেন বিশাল আকৃতির হাতি ধরার জন্য এই ফাঁদ তৈরি করা হয়েছিলো।

ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমস’- এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যানথ্রোপলজি অ্যান্ড হিস্ট্রি’র গবেষকরা জানিয়েছেন, আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহৃত একটি স্থানে খনন শেষে মানুষের তৈরি ওই ফাঁদের সন্ধান পাওয়া গেছে। এসব ফাঁদের গভীরতা প্রায় ছয় ফিট এবং পরিধি ২৫ গজ।

ওই গবেষকরা বলছেন, সম্ভবত শিকারীরা হাতিগুলোকে ধাওয়া করে ফাঁদের দিকে নিয়ে আসতো।

হিন্দুস্তান টাইমস আরও লিখেছে, মেক্সিকোর রাজধানীর পাশে টুলটেপেক নামক স্থানে পাওয়া ওইসব ফাঁদে হাতির কমপক্ষে ১৪টি হাড়ের সন্ধান পাওয়া গেছে।

ধারণা করা হচ্ছে, এসব প্রাণির কয়েকটিকে জবাই করা হয়েছিল।

প্রতিবেদনটিতে বলা হয়, মেক্সিকোর নৃবিজ্ঞানীরা ঘোড়া ও উটের বিলুপ্ত প্রজাতির দেহাবশেষেরও সন্ধান পেয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর