সাময়িকভাবে আইনী বাধার বাইরে থাকছে অভিবাসী পরিবার

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-12 14:24:11

শিশুসহ আসা অবৈধভাবে অভিবাসীদের সাময়িকভাবে আইনী প্রক্রিয়ার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। 

টেক্সাসে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কমিশনার কেভিন ম্যাক এলিনান সাংবাদিকদের বলেন, গত সপ্তাহ থেকে এই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।  

তিনি বলেন, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী পরিবারগুলোকে একসাথে রাখার সিদ্ধান্তের পর এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব মতো শিশুসহ পরিবারগুলোকে একসঙ্গে ডিটেনশন সেন্টারে আটক রাখা হবে।

সম্প্রতি চাপের মুখে অভিবাসীদের পরিবারের একসঙ্গে রাখা সংক্রান্ত নির্বাহী আদেশ স্বাক্ষর করেন রিপাবলিকান প্রেসিডেন্ট।

তবে  অভিবাসীদের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে শক্ত অবস্থানে রয়েছে ট্রাম্প প্রশাসন।

সিবিপি প্রধান বলেন, অভিযুক্তদের শিশু সন্তানসহ পরিবারকে একসঙ্গে রেখেই বিচার বিভাগকে কার্যক্রম চালিয়ে যেতে হবে।

এসব অভিবাসীদের রাখতে সোমবার টেক্সাসের সামরিক ঘাটিতে আরো দুটি অস্থায়ী ক্যাম্প নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

সম্প্রতি অনুপ্রবেশকারীদের বিচারের মুখোমুখি না করেই ফেরত পাঠানোর ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। এ নিয়ে তীব্র সমালোচনা করেন এটর্নি জেনারেলসহ আমেরিকার শীর্ষ আইন প্রণেতারা।

এ সম্পর্কিত আরও খবর