ক্ষমতা ছাড়ার মাত্র একদিন পরই বলিভিয়ার প্রেসিডেন্ট ইভো মোরালেস মেক্সিকোর রাজনৈতিক আশ্রয়ের প্রস্তাব গ্রহণ করলেন।
সোমবার (১১ নভেম্বর) প্রেসিডেন্ট দেশ ছেড়ে যান বলে ম্যাক্সিকোর পররাষ্ট্র মন্ত্রী মারসেলো এবরার্ডের বরাতে খবর প্রকাশ করে বিবিসি।
এক টুইটে প্রেসিডেন্ট বলেন, বলিভিয়া ছেড়ে যাওয়া তার জন্য কষ্টের। কিন্তু তিনি আরো অনেক শক্তি ও সামর্থ্য নিয়ে ফিরে আসতে চান।
রোববার সরকার ভেঙে পড়লে সেনাবাহিনীর পক্ষ থেকে মোরালেসকে সরে দাঁড়াতে বলা হয়। এতে তিনি ক্ষমতা থেকে সরে দাঁড়ান।
বলিভিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে বিতর্কিত পুনঃনির্বাচনের অভিযোগ উঠে। এতে সৃষ্ট বিক্ষোভে পদত্যাগ করেন তিনি। তিন সপ্তাহ আগে মোরালেসের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পুলিশ ও সেনাবাহিনী প্রথমে সমর্থন জানালেও পরে মোরালেসের পক্ষ থেকে সরে যায়।
ল্যাতিন আমেরিকার কোন দেশে সবচেয়ে দীর্ঘ সময় ধরে থাকা প্রেসিডেন্ট মোরালেস। এই অভ্যুত্থানের মাধ্যমে তার বিদায় ঘটল।