অভিবাসী পরিবার বিচ্ছেদ: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-23 23:28:57

অভিবাসী পরিবারগুলো আলাদা করে দেয়ার নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। 

ওয়াশিংটন, নিউইয়র্ক এবং ক্যালিফোর্নিয়াসহ ১৭টি রাজ্যে এসব মামলা দায়ের করেন ডেমোক্রেটরা।

এছাড়া, ম্যাসাচুসেটস, ডেলাওয়্যার, আইওয়া, ইলিনয়, মেরিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, অরেগন, পেনসিলভেনিয়া, রোড আইল্যান্ড, ভেরমেন্ট, ভার্জিনিয়া এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়ায়  ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শরণার্থী পরিবারগুলোর ক্ষেত্রে সঠিক নিয়ম অমান্য করা, সহিংসতার মুখে মধ্য আমেরিকা থেকে পালিয়ে আসা অভিবাসীদের আশ্রয়ের অধিকারকে অস্বীকার করা ও পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার নীতি বাস্তবায়নে স্বৈরাচারী আচরণের অভিযোগ আনা হয়েছে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে।

এদিকে, ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স অভিবাসীদের আমেরিকানদের জন্য ঝুঁকি হিসেবে উল্লেখ করে এ ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ব্রাজিলে এক সংবাদ সম্মেলনে আমেরিকা ভ্রমণের জন্য আগ্রহীদের বৈধ কাগজপত্র নিয়ে আসার অনুরোধ জানান তিনি।

সম্প্রতি অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। মেক্সিকো সীমান্ত দিয়ে আসা অভিবাসী স্রোত ঠেকাতে একের পর এক পদক্ষেপ নেয়ার চেষ্টা করে সমালোচনার মুখে পড়ছে ট্রাম্প প্রশাসন।

এ সম্পর্কিত আরও খবর