যুক্তরাষ্ট্র ভ্রমণে মুসলিম প্রধান দেশের প্রতি নিষেধাজ্ঞা: নিউইয়র্কে বিক্ষোভ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 15:31:46

সর্বোচ্চ আদালতে যুক্তরাষ্ট্র ভ্রমণে পাঁচ মুসলিম দেশের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার প্রতিবাদে  নিউইয়র্কে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। বিক্ষোভে এই রায়কে বৈষম্য মূলক হিসেবে উল্লেখ করে তা বাতিলের দাবি জানানো হয়।

ট্রাম্পবিরোধী স্লোগান লেখা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। এসময় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার না হলে যুক্তরাষ্ট্র জুড়ে আরো বড় ধরনের বিক্ষোভের ঘোষণা দেন আন্দোলনকারীরা।

কয়েক মাস আগে ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন এই পাঁচটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। সেসময় প্রেসিডেন্ট ট্রাম্পের জারি করা ঐ নির্বাহী আদেশকে সংবিধান পরিপন্থী বলে রায় দিয়েছিল বেশ কয়েকটি রাজ্যের নিম্ন আদালত।

গতকাল মুসলিম প্রধান পাঁচ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধাজ্ঞা বহাল রেখে রায় দেয় দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। এর পরপরই বিক্ষোভসহ নানা সমালোচনার মুখে পড়েন ট্রাম্প।

এ সম্পর্কিত আরও খবর