কালো তালিকায় ডিআর কঙ্গো, মালি ও ইয়েমেনের জঙ্গিগোষ্ঠী

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক,বার্তা২৪.কম | 2023-08-31 11:10:59

ঢাকা: যুদ্ধে শিশু অধিকার ভঙ্গের দায়ে ইয়েমেন, ডিআর কঙ্গো এবংমালির কয়েকটি জঙ্গিগোষ্ঠীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ।

চলতি সপ্তাহে জাতিসংঘ এই ঘোষণা দিয়েছে বলে নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। এসব দেশে ধারাবাহিকভাবে শিশু অধিকার লংঘন হচ্ছে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেস।

তিনি বলেন, বছরের শুরু থেকেই ইয়েমেনে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী শিশুদের ব্যবহার করছে। সেখানকার সশস্ত্র বাহিনীও এর বাইরে নয়।

গেল বছর ইয়েমেনে সরকাররি সংস্থার হাতে ৬ হাজার শিশু এবং ১৫ হাজার শিশু বিদ্রোহীদের নির্যাতনের শিকার হয় ।

জাতিসংঘের হিসেব মতে, কঙ্গোতেও বানা মুরা মিলিশিয়ার হাতে শিশু ধর্ষণ, যৌন নির্যাতন, অপহরণের ঘটনা ঘটেছে। কামুনিয়া নাসাপু মিলিশিয়ারাও শিশুদের অপব্যবহার করেছে।

এছাড়া গত বছরের আগস্টে মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চলাকালে শিশু অধিকার লংঘিত হয়েছে বলে মনে করে জাতিসংঘ।

এ সম্পর্কিত আরও খবর