তেলের দাম বাড়ায় ইরানে বিক্ষোভ, নিহত ১

মধ্যপ্রাচ্য, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 00:39:06

ইরানে রেশনে দেওয়া জ্বালানী তেলের দাম ৫০ শতাংশ বাড়ায় দেশটির হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছে। দেশটির কেন্দ্রীয় শহর সিরজানে বিক্ষোভ চলাকালীন একজন নিহত হয়েছেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা বলেছে, শুক্রবার বিক্ষোভকারীরা জ্বালানী সংগ্রহের গুদামে হামলা চালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছিলো, আর তখনই পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।

শনিবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে থেকে জানা যায়, প্রেসিডেন্ট হাসান রুহানি রেশনের পেট্রলের দাম ৫০ শতাংশ বৃদ্ধি এবং মাসিক রেশনের পরিমাণ নির্ধারণের ঘোষণা দেওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ।

এর আগে শুক্রবার (১৫ নভেম্বর) দেশটির এক সরকারি ঘোষণায় জানানো হয়, এখন থেকে এক লিটার পেট্রলের মূল্য ১৫ হাজার রিয়াল। যা আগে ১০ হাজার রিয়াল ছিলো। শুধু তাই নয়। ব্যক্তিগত যানের জন্য মাসে ৬০ লিটার তেল বরাদ্দ থাকবে। এর বেশি পেট্রল কিনতে চাইলে প্রত্যেক লিটারের মূল্য পড়বে ৩০ হাজার রিয়াল।

এদিকে সরকারের এমন ঘোষণায় দেশজুড়ে ক্ষোভ দেখা দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। এ ঘটনায় একজন মারা যান। এবং আহত হয়েছে অনেক।

এ সম্পর্কিত আরও খবর