কাশ্মীরি ও শিখদের ওপর নজরদারি করায় ভারতীয় দম্পতির বিচার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 20:34:15

জার্মানিতে কাশ্মীরি ও শিখ সম্প্রদায়ের সদস্যদের ওপর নজরদারি করার অভিযোগে দেশটিতে বিচারের মুখোমুখি হয়েছেন এক ভারতীয় দম্পতি। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ফ্রাঙ্কফুর্টের একটি আদালতে এ বিচার কাজ শুরু হয়।

জার্মানি ব্যক্তিগত গোপনীয়তা আইন ভঙ্গ করার অভিযোগে মনমোহন এস ও তার স্ত্রী কানওয়াল জিত কে কে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে।

এ বছরের শুরুতে জার্মানির সরকারি আইনজীবীরা জানান, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসি উইং'র এক কর্মকর্তাকে জার্মানিতে থাকা শিখ ও কাশ্মীরিদের চলাফেরা ও কর্মকাণ্ড নিয়ে তথ্য দিতে রাজি হয়েছিলেন মনমোহন এস।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, ২০১৭ সালের জুলাই ও ডিসেম্বরে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে স্বামী-স্ত্রী দুজনই বৈঠক করেন। আর গুপ্তচরবৃত্তি করার জন্য তাদেরকে মোট ৮ হাজার একশ মার্কিন ডলার দেওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর