ঘুষ-প্রতারণার অভিযোগ এলেও, ক্ষমতা ছাড়বেন না বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) আস্থা ভঙ্গের তিন মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করা হয়। দেশটির অ্যাটর্নি জেনারেল আবিচাই মান্দেলব্লিট এ তথ্য জানান।
চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি তাকে অভিযুক্ত করার সুপারিশ করে পুলিশ। এর আগে বেশ কয়েক মাস ধরে চলে তদন্ত।
তিনটি অভিযোগ আনা হলেও অস্বীকার করছেন নেতানিয়াহু। তার দাবি, তিনি বামপন্থী বিরোধীদের ও সংবাদমাধ্যমের ষড়যন্ত্রের শিকার। এছাড়া তার বিরুদ্ধে অভ্যুত্থানের ষড়যন্ত্র চলছে।