বিজেপিই মহারাষ্ট্রে গঠন করলো সরকার

ভারত, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 18:52:04

ক্রিকেটে ‘আনপ্রেডিক্টেবল টিম’ (অনুনেমেয় দল) বলা হয় পাকিস্তানকে। ভারতের রাজনীতির মাঠে জোট সরকার গঠন তেমনই হয়ে উঠেছে। দেশটির মহারাষ্ট্র রাজ্যে সরকার গঠনের ঘটনা তারই নমুনা।

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) শিবসেনা জোট করে সরকার গঠন করবে, সেটা ছিলো অনুমেয়। কিন্তু নির্বাচনের পর কোন দল থেকে মুখ্যমন্ত্রী হবে সেটি নিয়ে বনিবনা হয় দল দুটির। এ নিয়ে ৩৫ বছরেরও বেশি পুরনো বন্ধুতে ফাটল ধরে।

নিজেদের ঘাটিতে অস্তিত্ব টিকিয়ে রাখতে ‘রাজনৈতিক শত্রু’ হিসেবে পরিচিত সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সঙ্গে সরকার গঠন করতে আলোচনা শুরু করে শিবসেনা। আরেক দল ন্যাশনালিস্ট কনফারেন্সে পার্টি (এনসিপি)-কেও নিজেদের দলে ভেড়ানোর চেষ্টা শুরু হয়।

এই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দফায় দফায় আলোচনা করে দল তিনটি। দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিলো, সরকার গঠনের খুব কাছে তারা। ভারতীয় সংবাদমাধ্যমেও খবর প্রচার হয়, এ তিন দলের মধ্যে জোট সরকার গঠনে সমঝোতা হয়েছে। সমঝোতা অনুযায়ী, জোট সরকারের মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকে, আর দুই উপ-মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস ও এনসিপি থেকে।

সরকার গঠনে সবশেষ আলোচনা করতে শিবসেনার সঙ্গে শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাতে বৈঠক করে এনসিপি। কিন্তু শনিবার (২৩ নভেম্বর) সকালে বিজেপির সঙ্গে জোট সরকার করলো শারদ পাওয়ারের দল।

মহারাষ্ট্রে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো শপথ নিয়েছেন বিজেপি নেতা দেবেন্দ্র ফাদনাভিস। ফাদনাভিসের নেতৃত্বাধীন সরকারের উপ-মুখ্যমন্ত্রী হয়েছেন শারদ পাওয়ারর ভাতিজা অজিত পাওয়ার।

শপথ নেয়ার পর ফাদনাভিস বলেন, 'বিজেপি মহারাষ্ট্রের জনগণকে একটি স্থিতিশীল সরকার দিতে চেয়েছে। শিবসেনা জনগণের রায়কে শ্রদ্ধা করেনি। সরকার গঠনে সমর্থন দেয়ায় আমি শিবসেনাকে ধন্যবাদ জানাই।'

উপ-মুখ্যমন্ত্রীর শপথ নেয়ার পর অজিত পাওয়ার বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে আজ পর্যন্ত (২৩ নভেম্বর) কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারেনি। কৃষকদের বিষয়সহ মহারাষ্ট্র অনেক সমস্যার মধ্যে রয়েছে। তাই, আমরা একটি স্থিতিশীল সরকার গঠন করার সিদ্ধান্ত নেই।

নিজ দল মহারাষ্ট্রে সরকার গঠন করায় রাজ্যের দলীয় নেতা ও মুখ্যমন্ত্রী ফাদনাভিসকে এক টুইট বার্তায় স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের নতুন উপ-মুখ্যমন্ত্রীকেও। ওই বার্তায় মোদি বলেন, 'আমি বিশ্বাসী যে তারা সুন্দর মহারাষ্ট্র গড়ার লক্ষে খুবই আন্তরিকতার সঙ্গে একে অপরকে সহযোগিতা করবে।’

অক্টোবরে অনুষ্ঠিত ২৮৮ আসন বিশিষ্ট রাজ্যসভার নির্বাচনে বিজেপি পায় ১০৫টি, শিবসেনা ৫৬টি, কংগ্রেস ৪৪টি ও এনসিপি ৫৪টি আসন পায়। বাকি আসনগুলোতে ১৩ জন স্বতন্ত্র প্রার্থী ও বেশ কয়েকটি ছোট দল জয় পায়।

এ সম্পর্কিত আরও খবর