অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ

, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 22:43:30

ট্রাম্প প্রশাসনের অভিবাসন বিষয়ে জিরো টলারেন্স নীতির বিরুদ্ধে ‌'ফ্যামিলি বিলংস টুগেদার' ব্যানারে আন্দোলনে নেমেছে যুক্তরাষ্ট্রের সচেতন নাগরিকরা।

১০ হাজারেরও বেশি মানুষ ট্রাম্প প্রশাসনের এই অভিবাসী নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

মূল প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয় হোয়াইট হাউজের পাশেই লাফায়েত স্কয়ারে। হাজারো মানুষ জড়ো হন সেখানে।

বিভিন্ন স্টেটে ৬৩০টিরও বেশি অনুষ্ঠানের মাধ্যমে মূলত আলাদা করে দেয়া শিশুদের বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানানো হয়। পাশাপাশি বিতর্কিত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) বন্ধ করার প্রতিও জোর দেন আন্দোলনকারীরা।

যদিও সম্প্রতি প্রেসিডেন্ট ট্রাম্প এ সংক্রান্ত নির্বাহী আদেশে সই করেছেন। কিন্তু তাতে যেসব শিশুরা এরই মধ্যে আলাদা রয়েছে তাদের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা নেই।

আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন, দ্য লিডারশিপ কনফারেন্স অন সিভিল রাইটস এবং ন্যাশনাল ডমেস্টিক অ্যালোয়েন্সসহ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন।

আয়োজকদের একজন আনা গ্ল্যান্ড বলছিলেন, তারা প্রেসিডেন্ট ট্রাম্পকে একটা বার্তা দিতে চান, এমন অমানবিক পরিস্থিতিতে ঘরে বসে থাকা যায় না। আরো ৫০টি স্টেটে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও জানান তিনি। এসময় সাদা পোষাকে শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান জানানো হয়।

অভিনেত্রী জুলিয়ানে মুর, আমেরিকা ফেরারা, নাটালি পোর্টম্যান এবং লিন-ম্যানওয়েল মিরান্ডাসহ বেশ কয়েকজন সেলিব্রেটি তাদের সমর্থন দিয়ে শান্তিপূর্ণ এই আন্দোলনে অংশ নেন।

এ সম্পর্কিত আরও খবর