ফের লন্ডনে লাইসেন্স হারালো উবার

ইউরোপ, আন্তর্জাতিক

আন্তর্জাতিক ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-26 07:30:33

বিমাহীন চালকদের ট্রিপ দেওয়ার কারণে লন্ডনে লাইসেন্স খোয়ালো অ্যাপভিত্তিক পরিবহন সেবা উবার। যার ফলে ফের লন্ডনে বন্ধ হতে যাচ্ছে উবার।

লন্ডন সরকার থেকে বলা হয়, উবার বিমাবিহীন চালকদের এক হাজার ৪০০ ট্রিপ দিয়েছে। যার ফলে তাদের লাইসেন্স বাতিল করা হলো।

এর আগে, বিমা জটিলতায় সেপ্টেম্বরে উবারের লাইসেন্স নবায়ন করবে না বলে সিদ্ধান্ত নেয় ট্রান্সপোর্ট ফর লন্ডন (টিএফএল)। আর উবারকে তাদের সমস্যাগুলো সমাধানে দুই মাসের সময়সীমা বেধে দেয়। আর তখন উবার থেকে বলা হয়, তারা ড্রাইভার, বিমা এবং সুরক্ষার বিষয়ের সমস্যাগুলো সমাধান করবে। কিন্তু উবার টিএফএল কর্তৃপক্ষকে সন্তুষ্ট করতে ব্যর্থ হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) টিএফএল থেকে বলা হয়, তারা উবারের কয়েকটি ব্যর্থতা শনাক্ত করেছে। যার ফলে যাত্রীরা নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।

এক বিবৃতিতে টিএফএল থেকে বলা হয়, উবারকে কয়েকটি ভুল ধরে দেওয়া সত্ত্বেও তারা এগুলোর সমাধান করতে পারেনি।

লন্ডনে ৪৫ হাজার চালক উবারের সঙ্গে জড়িত। এতে উবারের সামনে সুযোগ রয়েছে এর বিরুদ্ধে আপিল করার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ সিদ্ধান্তকে 'অস্বাভাবিক এবং ভুল' বলে উল্লেখ করা হয়েছে।

আর আগেও একই কারণে ২০১৭ সালে উবারের লাইসেন্স বাতিল করে টিএফএল। তবে সেবার শর্ত পূরণ করে লাইসেন্স পুনরুদ্ধার করে প্রতিষ্ঠানটি।

এ সম্পর্কিত আরও খবর